মো. মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি ::: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি’র ধারাবাহিক অভিযানে অবৈধ অস্ত্র, কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করে ১১ বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল জাকির হোসেন এর বাড়ির পশ্চিম পার্শ্বে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন সংবাদ পেয়ে অভিযান চালায় বিজিবি।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা কৌশলে পালিয়ে গেলেও পরে সেখানে তল্লাশী করে ১টি দেশীয় তৈরি এলজি বন্দুক, ১টি পিস্তল (এলজি), ৩ রাউন্ড বন্দুকের কার্তুজও বিষ্ফোরক উদ্ধার করা হয়।
১১ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত অস্ত্র ও বিষ্ফোরক রামু থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় বিজিবি।
+ There are no comments
Add yours