বান্দরবানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে স্বাস্থ্যকর্মী’সহ আক্রান্ত ২২

Estimated read time 1 min read
Ad1

আবুবকর ছিদ্দীক বান্দরবান ::: পার্বত্য জেলা বান্দরবানে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় নার্স স্বাস্থ্যকর্মী’ সহ ২২ জন আক্রান্ত হয়েছে করোনায়। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন নার্স এক জন স্বাস্থ্য কর্মী সহ ৫ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পার্বত্য জেলা বান্দরবানে এ পর্যন্ত ১১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মারা গেছে পাঁচ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৩১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে।

সিভিল সার্জন ডাঃ অংসৈ প্রু মারমা জানিয়েছেন, নমুনা পরীক্ষা বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অনেক জায়গায় লোকজন স্বাস্থ্যবিধি মানছেন না। ফলে হুড়মুড় করে বাড়ছে আক্রান্তের সংখ্য।

স্থানীয়ভাবে করোনার পরীক্ষা করতে পিসিআর ল‍্যাব ও জিন এক্সপার্ট মেশিন চালু করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।

এদিকে বান্দরবানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি র‌্যাব সদস্যরা লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জায়গায় টহল অব্যাহত রেখেছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। তবে বিভিন্ন বাজার ও এলাকায় লকডাউন উপেক্ষা করে লোকজনের সমাগম ক্রমাগত বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours