ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি ::: চিলমারীতে অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মাঝে ক্ষতিপুরণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
চিলমারী-হরিপুর তিস্তা নদীর উপর সেতু নির্মাণ ও সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণী অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সুজাউদ্দৌলা, এসময় চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু উপস্থিত ছিলেন। পরে ৯৭ জনের মাঝে ৪ কোটি ৯৩ লক্ষ ১‘শ ২৫ টাকার চেক বিতরণ করা হয়।
+ There are no comments
Add yours