
মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ::: কক্সবাজারের রামুর গর্জনিয়ায় রাতের আঁধারে এসিড নিক্ষেপ করে তরুণীর মুখ ঝলসে দেয়ার ঘটনায় জড়িত সন্দেহ নুরুল আবছার ভুট্টো নামক এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) রাতে গর্জনিয়া ইউপির দক্ষিণ মাঝির কাটা এলাকা থেকে তাকে আটক করে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূটো’কে আটক করা হয়েছে। সে ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।
তরুণী তৈয়বার বাবা মোজাফফর আহমদ জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিত ভাবে স্থানীয় বাদশা মিয়ার ছেলে ভুট্টো অ্যাসিড ছুড়ে তাঁর মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) শাহীন মোঃ আবদুর রহমান জানান, অ্যাসিডে ওই তরুণীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখমণ্ডল ঝলসে গেছে। সার্জারি ওয়ার্ডে ভর্তি করে তাঁর চিকিৎসা চলছে।
উল্লেখ্য, সোমবার (৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে তৈয়বা বেগম (২২)’র উপর এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটে। এতে তার পুরো মুখমণ্ডল ঝলসে গেছে। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়টি নিয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরহাদ আলী খবর বাংলাকে জানান, দ্রুত এ ঘটনার আসল রহস্য উদঘাটিত হবে।
এঘটনায় তরুণীর বাবা মোজাফফর আহমদ বাদি হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। আজ দুপুরে আটককৃত আবছারকে কক্সবাজার আদালতে নিয়ে গেছে পুলিশ।
+ There are no comments
Add yours