
সাদমান সময়, মিরসরাই ::: সারা দেশের ন্যায় মিরসরাই উপজেলায়ও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলায় একাধিক বেসরকারি হাসপাতাল থাকলেও অভিযোগ রয়েছে হাসপাতালগুলোতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের কোন চিকিৎসা দেওয়া হয় না।
এসব অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ডায়াগনস্টিক-হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন বারইয়ারহাট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম খোকন।
বুধবার (৭ জুলাই) সকালে পৌরসভা কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডাঃ এস এ ফারুক, সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী পরিষদের সদস্য ফরিদ উদ্দিন খন্দকার।
বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন বলেন, উপজেলার বেসরকারি হাসপাতালগুলো করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে চিকিৎসা দিতে আগ্রহী না। করোন উপসর্গ নিয়ে কোন রোগী গেলে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ বা শহরে নিয়ে যেতে বলে। রোগীকে প্রাথমিক ভাবে ওষুধ দেওয়ার পাশাপাশি অক্সিজেন সেবা ও এ্যাম্বলেন্স সুবিধা দিলে অনেক রোগী ভালো হয়ে যায়। আমি উপজেলা ডায়াগনস্টিক-হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের মালিকদেরকে বলে দিয়েছে করোনা আক্রান্ত বা উপসর্গ থাকা কোন রোগীকে যদি তারা প্রাথমিক সেবা না দেন তাহলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
এদিকে পৌরবাসীকে অক্সিজেন সেবা দেওয়ার জন্য ৩টি অক্সিজেন নিয়ে প্রাথমিকভাবে পৌরসভার অক্সিজেন চালু করেছেন পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন।
+ There are no comments
Add yours