
বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় শিশুসহ ১২বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গর্ড বাংলাশে (বিজিবি)।
আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার বিন্যাবাড়ী গাগলা এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে আ. জলিল (৫৫),তার স্ত্রী লিলিফা বেগম (৪৫), ছেলে লিমন মিয়া (১২), মেয়ে আফরিনা (৮), নাগেশ্বরী কুটি বামনডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৬), আনজু বেগম (৩০), সুখাতী বোর্ড ঘরের মৃত রুবেল হোসেন মেয়ে রুবিনা (৫), কুটি বামনডাঙ্গার মৃত আ. হাকিমের ছেলে হাফিজুর রহমান (৩৮), হাফিজুর রহমানের স্ত্রী আনিচা বেগম (৩২), মেয়ে হামিদা (৮), ছেলে রমজান আলী (৩), ফুলবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন (২২)।
বুধবার (৭ জুলাই) কাশিপুর বিওপি থেকে ভারতের দিল্লিতে ইটের ভাটায় কাজ শেষে দালালের মাধ্যমে আন্তর্জাতিক পিলার নং ৯৪২ এর ৪ এস এর কাছ দিয়ে পার হয়ে আসার সময় আটক করে বিজিবি।
পরে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, আটক ১২ জনের মধ্যে সাতজনের বিরুদ্ধে পাসপোর্ট আদেশ আইনে মামলা হয়েছে। অপরাধ ও শিশু বিবেচনায় আটক পাঁচ শিশুকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও শিশু বান্ধব কর্মকতার উপস্থিতিতে লিখিত জিম্মা নামায় তাদের অভিভাবকদের সাক্ষর নিয়ে হস্তান্তরের মাধ্যমে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours