চিংথোয়াই অং মার্মা,থানচি, বান্দরবান :::
বান্দরবানের থানচিতে উপজেলা সদর বাজার পিছনের গলিতে পরিত্যাক্ত নর্দমায় পড়ে এক শিশু মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম থুইথুইওয়াং মারমা। তার বয়স আড়াই বছর।
থানচি সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ছান্দাক পাড়া বাসিন্দা আপিমং মারমা তৃতীয় কন্যা।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে থানচি সদরে পিছনে গলিতে পাবলিক টয়লেট ও উপজেলা জনসংহতি সমিতি পরিত্যাক্ত অফিস পাশে নর্দমায় থেকে অচেতন অবস্থায় এই শিশুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলা সদর বাজারে ব্যবসায়ী মংউচিং মারমা নাতনী দোকান থেকে অজান্তে বের হয়ে যায়। শিশুটিকে দোকানে না পাওয়ায় বাজার এলাকায় খোঁজাখুঁজি করে বাজারের পিছনে গলিতে পুরানো উপজেলা জনসংহতি সমিতি অফিস ও পাবলিক টয়লেট পাশে পরিত্যাক্ত নর্দমায় থেকে অচেতন অবস্থায় শিশুটি উদ্ধার করা হয়।
পরে শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন বলে।
জানা যায়, মৃত শিশুর মা নুমেপ্রু মারমা তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের সদর ইউনিয়ন এলাকায় ২নং ক্লাষ্টারে মাঠ সংগঠক হিসেবে কর্মরত আছেন। বাবা আপিমং মারমা ছোট একটা হোটেল ব্যবসা পরিচালনা করেন।
এদিকে মৃত শিশুর বড় ভাই উসাইওয়াং মারমা বলেন, দুপুরে দোকান থেকে আমার ছোট বোনটি কিভাবে বের হয়ে গেল আমরা কেউ টের পাইনি। দোকানে খুঁজে না পেয়ে বাজার চারিদিকে খোঁজা-খুঁজি করি। ঘন্টা খানিক পর অনুমানিক সাড়ে ১২ টায় দিকে বাজার পিছনে গলিতে পাবলিক টয়লেট পাশে পরিত্যাক্ত নর্দমায় থেকে অচেতন অবস্থায় ছোট বোনটিকে উদ্ধার করা হয়। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ আব্দুল্লা আল নোমান আমার ছোট বোনটিকে মৃত বলে ঘোষণা করেন জানান তিনি।
+ There are no comments
Add yours