ওসি প্রদীপ, লিয়াকতসহ ৩ জনকে ৭ দিন রিমান্ড,৪ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ

Estimated read time 0 min read
Ad1

এম ডি রায়হান | কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মৃত্যুর ঘটনায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ আসামির মধ্যে ৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৬ আগস্ট বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এ নির্দেশ দেন।

এদিকে র‌্যাব সিনহা হত্যা মামলা তদন্তের জন্য আদালতে আসামীদের ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৩ জন ৭ দিন করে রিমান্ডে, ৪ জনকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেয়। এছাড়া আরও ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

এর আগে কড়া নিরাপত্তায় ওসি প্রদীপকে চট্টগ্রাম থেকে পুলিশি নিরাপত্তা দিয়ে কক্সবাজার আদালতে নেয়া হয়। আর লিয়াকতসহ অন্য ৮ আসামিকে জেলা পুলিশ লাইন্স থেকে কক্সবাজার আদালতে আনা হয়।

পরে বিকেলে ৮ আসামি ও প্রদীপকে সরাসরি আদালতে নেয়া হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আদালতের এজলাসে তোলা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours