ফুলবাড়ীতে ১২শ’ অসহায় পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর খাদ্য সহয়তা

Estimated read time 1 min read
Ad1

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনায় বিস্তার রোধে ঘোষিত লকডাউনের প্রভাবে কর্মহীন, অসচ্ছল, গরীব অসহায় ১২শ’ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহয়তা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১২ জুলাই সোমবার দুপুর ১ টায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা খাদ্য গুদাম চত্বরে জিআর কর্মসূচির আওতায় বিভিন্ন পেশার কর্মহীন ও গরীব অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা সামগ্রী (চাল, ডাল, তেল, লবণ) বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

বিতরণ কার্ক্রমের উদ্বোধন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুঃস্থ পরিবার এবং করোনার বিস্তার রোধকল্পে ঘোষিত লকডাউনের কারণে দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হল। অত্র উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে মোট এক হাজার দুইশত পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours