নূরুল আবছার নূরী >> ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়িতে সিনোফার্মের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টায় ফটিকছড়ির একমাত্র টিকাদান কেন্দ্র উপজেলার নাজিরহাটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাবীল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নাজিরহাট পৌরসভার মেয়র সিরাজুদ্দৌলাহ, ডাক্তার বাসেত, ডাক্তার অতুন চৌধুরী, ডাক্তার প্রনয় কুমার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাবিল চৌধুরী জানান, উপজেলা পর্যায়ে কোভিড ভ্যাক্সিন প্রদান কার্যক্রম পুনরায় আরম্ভ হয়েছে।
এ পর্যায়ে যারা এখনো একটি ডোজও নেননি তারাই এই সিনোফার্মার টিকা পাবেন।যারা ইতোমধ্যে এস্ট্রাজেনেকা (কোভিশিল্ড) প্রথম ডোজ নিয়েছেন তাদের কোভিশিল্ডের টিকা পুনরায় সরবরাহ পাওয়ার পর দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য এসএমএসের মাধ্যমে তা জানানো হবে
+ There are no comments
Add yours