সুমন পল্লব | হাটহাজারী
দক্ষিন এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ১৭ কেজি ওজনের একটি মৃত কাতল মা মাছ উদ্ধার করেছে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা হালদা এলাকা থেকে এই মা কাতল মাছটি উদ্ধার করা হয়।
জানা যায়,উপজেলার হালদা নদীর উত্তর মাদার্শা আমতলী বাজারের পশ্চিম অংশ থেকে এই মা মাছটি এলাকার লোকজন দেখতে পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেয়,চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনকে খবর দিলে খবর পেয়ে তিনি ১৭কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার করে উপজেলায় নিয়ে আসেন।মাছটি আংশিক পঁচে যাওয়ায় মাটি চাপা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন প্রতিবেদককে জানান, হালদায় মরা কাতল মা মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান খবর দেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৭ কেজি ওজনের একটি মৃত কাতল মা মাছ উদ্ধার করা হয়। আংশিক পঁচে যাওয়ায় মা মাছটি মাটি চাপা দেওয়া হয়েছে।
কি কারণে এর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।এর আগেও মরা ডলফিন ও মাছ পাওয়া যায়।ইঞ্জিন চালিত নৌকা চলাচলের কারনে না কি অন্য কারনে মাছ আর ডলফিন মরছে তা বের করা প্রয়োজন।
+ There are no comments
Add yours