কর্তৃপক্ষের সিদ্ধান্তে ‘সীমিত সামর্থ্য’ নিয়েই অনলাইন ক্লাস শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ কাল মঙ্গলবারের মধ্যে পুরোদমে শুরু হচ্ছে এই ক্লাস৷ প্রযুক্তিনির্ভর এই ক্লাস নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নিয়ে চলছে নানামুখী আলোচনা৷ শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, অনলাইন ক্লাসের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো কোনো কোনো শিক্ষকের প্রযুক্তিগত অদক্ষতা আর এ মুহূর্তে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করা শিক্ষার্থীদের দুর্বল ইন্টারনেট সংযোগ। কারও কারও ক্ষেত্রে আবার ইন্টারনেট প্যাকেজ কেনার সামর্থ্যও একটা বিষয়।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম৷ গত মাসের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সভা থেকে সব বিভাগ ও ইনস্টিটিউটকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন ক্লাস শুরুর অনুরোধ জানানো হয়৷ সেই অনুরোধের পর সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের কাছ থেকে ই-মেইল ঠিকানা, ফোন নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই নিয়েছেন৷ এ ছাড়া তাঁরা শিক্ষার্থীদের অনলাইন ক্লাসবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ-নির্দেশনাও দিয়েছেন৷
+ There are no comments
Add yours