আকাশ মারমা মংসিং, বান্দরবান:::
বান্দরবান সদর উপজেলায় এক গ্রাম পুকুরে সন্ধ্যায় হতে এক আলোকিক প্রজ্বলন ঘটনা ঘটেছে।
২৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় ৬ ঘটিকায় হতে ৪নং সুয়ালক ইউনিয়িনে ম্রো আবাসিক পুকুরে সিরি নিচে এই ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধ্যায় হতে এক আলোকিক আলো প্রজ্বলন জ্বলেছে। সেই সাথে ইউনিয়নে এলাকায় মানুষ সেটি দেখার জন্য জনসমাগম ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যায় হতে এক আলোকিক প্রজ্বলন ঘটে পুকুরে সিড়ি নিচে । বিকালে কিছু ছেলে ফুটবল খেলা শেষে গোসল করলে সেটি মোবাইল পড়ে গিয়েছে বলে ধারণা করে।
পড়ে তাদের থেকে জানাজানি পর জিজ্ঞেস করলে কারো কাছ থেকে কোন টর্চ বা মোবাইলে পুকুরে পড়ে নাই। ফলে এলাকায় ছড়াছড়ি হলে এলাকা মানুষ মনে করেন আষাঢ়ী পূর্নিমা উপলক্ষে পুকুরে দেবতা আগমন ঘটেছে। তবে এলাকা মানুষ সেটিকে ধর্মে গুরু মেনে মোমবাতি এমনকি অর্থ দান করে।
আরো জানা যায়, সেই পুকুরে প্রত্যেক বছরে আবাসিক কিছু ছেলে মৃত্যু বরন করে। সেই সাথে তাদের নিহত লাশটি পুকুরে সিড়ি নিচে পায়। তার সাপেক্ষে সিড়ি নিচে সেই লাইটি জ্বলছে।
ফায়ার সার্ভিস সহকারি পরিচালক মো: মতিয়ার রহমান জানান, এই ঘটনা নিয়ে আমার বিস্তারিত জানানো হয়েছে। কারো মৃত্যু বা পুকুরে ডুবলে সেটি আমাদের উদ্বার দায়িত্ব বলে জানান এই কর্মকর্তা।
উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর বলেন, এটি লাইট বা অন্য কিছু। তবে নড়াচড়া করেও সেটি কোন ভাবে এইদিক সেইদিক যায়নি। ফলে সেটি এক আলোকিক ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
+ There are no comments
Add yours