আকাশ মার্মা মংসিং বান্দরবান:::
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে ন্যায় বান্দরবানে পালিত হচ্ছে ৩য় দিনের মত কঠোর লকডাউন’।
সারাদেশেসহ পার্বত্য জেলা বান্দরবান শহরে টহলে মধ্যে দিয়ে এটি কার্যকর করতে মাঠে তৎপরতা চালাচ্ছে ভ্রাম্যমান আদালত ৪ টি টীম। তবে এই লকডাউনেও ঘরের বাইরে কিছুটা মানুষকে বের হতে দেখা গেছে।
রবিবার (২৫ জুলাই) জেলা শহরে বিভিন্ন পয়েন্ট ট্রাফিক মোড়, বালাঘাটা, রাজার মাঠ, উজানী পাড়া, বাসষ্ট্যান্ড ও কালাঘাটা ইত্যাদি ঘুরে দেখা যায় পুলিশ কড়া নজদারী ও টহল চলছে রাস্তায়। সেই সাথে মাঠে সাধারণ জনগনকে সুস্থ রাখতে র্যাব, পুলিশ, সেনাবাহিনীসহ স্কাউট সদস্যরা কাজ করে যাচ্ছে।
বান্দরবান শহর প্রবেশমুখী রেইছা সেনাবাহিনী ক্যাম্প চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞেস করা হচ্ছে।
জরুরী সেবার জন্য যারা বের হয়েছেন তাদের চেকপোস্ট পার হবার অনুমতি দেওয়া হচ্ছে। তবে অযথা বের হবার কারণে অনেককেই ফিরিয়ে দেয়া হয়েছে।
এই দিকে সীমিত পরিসরে লকডাউন কারনে দুরপাল্লা গণপরিবহন গুলো ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি যানচলাচলে বন্ধ রয়েছে। এমনকি সকল টিকেট কাউন্টার তালাবদ্ধ দেখা যায় ।
এইদিকে লকডাউন কার্যকর করতে বান্দরবান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী জানান, জেলা শহর জুড়ে মাঠে ১৮টি টিম ভ্রাম্যমান আদালত কাজ করে যাচ্ছে। তবে সদর উপজেলা শহরে ভ্রাম্যমান আদালত ৪টি টিম বিভিন্ন স্থানে তৎপরতা চালাচ্ছে।
তিনি আরো জানান, করোনা সংক্রামণ ঠেকাতে সরকার নির্দেশনুযায়ী আমরা শহরে বিভিন্ন পয়েন্ট অবস্থান করছি। শহরে অলিগলিতে চলছে টহল। জনসাধারণ যাতে প্রয়োজনে বের হতে না পারে সেই কঠোর নজরদারী করছে।
+ There are no comments
Add yours