আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:::
ঝালকাঠির নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও সচিব আবু হেনা মোহাম্মদ রাসেদ ইকবাল’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোন চেষ্টার ঘটনায় নলছিটি পৌর মেয়র বীর
মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান বাদী হয়ে নলছিটি থানায় তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
আসামীরা হলেন নলছিটি পৌরসভার হিসাব রক্ষক রেখা বেগম, তার স্বামী ও পৌর ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম টুলু ও সুগন্ধা এন্টারপ্রাইজ’র প্রপাইটার এ বি এম জাহিদুল ইসলাম।
সোমবার (২৬ জুলাই) নলছিটি সোনালী ব্যাংক শাখায় মেয়র ও সচিব স্বাক্ষরিত সুগন্ধ্যা এন্টারপ্রাইজের নামে একটি চার লাখ টাকার চেক নিয়ে গেলে মেয়রের স্বাক্ষর না মেলায় শাখা ব্যাবস্থাপক মোঃ আনছার আলী মেয়রকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে হিসাব
রক্ষক রেখা বেগম ও তার স্বামী ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম টুলুকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার রাতেই মেয়র বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২৭ জুলাই) সকালে আসামি পৌর হিসাব রক্ষক রেখা বেগম ও তার স্বামী পৌর ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম টুলুকে গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি কোর্টে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান জানান চেক জালিয়াতির চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আশা করি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত এইচ এম মাহমুদ জানান চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে।দুইজন আসামি গ্রেপ্তার করে ঝালকাঠি জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী এক জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
+ There are no comments
Add yours