মোঃ মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি:::
নাইক্ষ্যংছড়িতে ভয়াবহ বন্যায় উপজেলার বাইশারী, ঘুমধুম,সদর ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে।
বন্যায় তলিয়ে গেছে অনেকের ঘর বাড়ি। পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোরসহ ২ জন নিহতের খবর পাওয়া গেছে।
এছাড়াও নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু কোলাল পাড়া জিরো পয়েন্টে আশ্রিতা রোহিঙ্গা ক্যাম্পও প্লাবিত হয়েছে।
সেখানে আব্দুর রহিম নামে এক জন ভেসে গেছে বলে জানিয়েছেন চৌকিদার রজিত বড়ূয়া।
তিনি আরো জানান, ঘুমধুমের তুমব্রুতে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে ইউনিয়নের ৬নং ওয়ার্ড শীল ছড়ি এলাকার সুবাস বড়ুয়ার ছেলে সুনিল কর বড়ুয়া (১৬) নিহত হয়।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন, উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস।
অপরদিকে বাইশারীর ৮ নং ওয়ার্ডের ছকিনা খাতুন নামের এক মহিলার মাটির ঘর ভারী বর্ষনে ধ্বসে পড়েছে। তবে কেউ হতাহত হয়নি।
সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, তার ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়াসহ কয়েকটি এলাকা তলিয়ে গেছে। এতে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, তার এলাকায় ভারী বর্ষণে দুই একটি মাটির ঘর ধ্বসে পড়ার খবর পেয়েছি তবে অনেক গ্রামের মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
তলিয়ে গেছে অনেক ঘর-বাড়ী। ঘুমধুম ইউনিয়নের একই অবস্থা বলে জানিয়েছেন ঐ এলাকার বাসিন্দারা
+ There are no comments
Add yours