নুরুল আবছার নূরী >> ফটিকছড়ি:
ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চেয়ারম্যান ও এক মেম্বারে বিরুদ্ধে প্রাণ নাশের হুমকী’র অভিযোগ তুলে থানায় জিডি করেছেন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন। ২৭ জুলাই মঙ্গলবার রাতে চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন ও ৫নং ওয়ার্ডের মেম্বার সরোয়ারে বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২৫ জুলাই রাতে নঈমকে স্থানীয় রাজনীতির সমঝোতা বৈঠকের জন্য মেম্বার সরোয়ার তাঁর বাড়ীতে ডেকে পাঠালে সেখানে চেয়ারম্যান শাহীন তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে নঈমকে জানে মেরে ফেলার হুমকী দেয় চেয়ারম্যান ও মেম্বার। নঈম তাঁদের কাছে এসবের কারণ জানাতে চাইলে মামলা দিয়ে ফাঁসানোর কথাও অভিযোগে উল্লেখ করা হয়। পরে নঈম বিষয়টি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্গাদক নাজিম মুহুরীকে জানালে তিনি ফোনে সরোয়ার মেম্বারের কাছে বিষয়টি সর্ম্পকে জানতে চায়। ইতিমধ্যে তাদের দুই জনের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়।
জানতে চাইলে, অভিযোগকারী নঈম উদ্দিন বলেন রাজনৈতিক সমঝোতার কথা বলে ডেকে নিয়ে আমাকে চেয়ারম্যান মারতে চেয়েছিল। কোন রকমে আমি প্রাণে রক্ষা পাই। পরে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। এ বিষয়ে অভিযুক্ত সরোয়ারে মেম্বার বলেন স্থানীয় কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছিলাম। কিন্তু বিষয়টাকে নাঈম অন্যভাবে দাঁড় করানোর অপচেষ্টা করছে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম খবর বাাংলাকে বলেন, এ নিয়ে থানায় একটি জিডি হয়েছে। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। সত্যতা পেলে প্রদক্ষেপ গ্রহন করা হবে।
+ There are no comments
Add yours