মোঃ মুবিনুল হক মুবিন >> নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি ঘুমধুম আসছেন আগামী ৫ অগাস্ট। তিনি সেদিন উপজেলার ঘুমধুমের তুমরু সহ বেশ কয়েকটি বন্যকবলিত এলাকা পরিদর্শন করবেন।
এছাড়া বান্দরবান জেলা পরিষদের বরাদ্দের ত্রান বিতরণ করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।
তিনি এ প্রতিবেদককে বলেন, মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আগামী ৫ অগাস্ট সকাল ১১ টায় বান্দরবান থেকে সরাসরি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রান বিতরণ করবেন। বিকেল ৩ টায় বান্দরবান ফিরে যাবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে টানা বষর্ণে নাইক্ষ্যংছড়ি উপজেলা সবর্ত্র বন্যা কবলিত হয়ে পড়ে। বুধ, বৃহস্পতিবার দু’দিন বন্যার পানিতে পুরো এলাকা বন্দি হয়ে পড়ে। এমন কি শুক্রবার সকাল ৮ টা পযর্ন্তও বহুস্থানে বন্যার পানি স্থিতি ছিল।
এভাবে ঘুমধুম ইউনিয়নে স্মরণকালের
ভয়াবহ বন্যায় লন্ডভন্ড হয়ে পড়ে সবকিছু।আর এ প্রাকৃতিক দূর্যোগে ঘুমধুমে ছুটে আসছেন পার্বত্য মন্ত্রী।
+ There are no comments
Add yours