পাঁচ দিনের চেষ্টায় যোগাড় হয়েছে চট্টগ্রামে ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত রোগীর সেই দুর্লভ ইনজেকশন অ্যামফোটেরিসিন-বি’।
ইনজেকশন পাওয়ার পর শনিবার (৩১ জুলাই) দুপুর থেকে চিকিৎসা শুরু করেছেন চিকিৎসকরাও।
রোগীর ছেলে মো. বেলাল হোসাইন বলেন, গত ৫ দিন ধরে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে এই ওষুধের ব্যবস্থা করেছি। মাত্র ২২ ডোজ যোগাড় করা সম্ভব হয়েছে। প্রতিটি ডোজের দাম পড়েছে ১৫ হাজার টাকা। চিকিৎসকরা বলেছেন আরও ৫৩ ডোজ লাগবে।
সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি। আল্লাহ সহায় থাকলে হয়তো বাকি ডোজগুলোও ব্যবস্থা করতে পারবো।
অ্যামফোটেরিসিন-বি ইনজেকশনটি প্রতিদিন ৫ ডোজ করে ১৫ দিন পর্যন্ত দিতে হবে। আপাতত সামন্য কিছু ইনেজেকশন যোগাড় হয়েছে। যা যোগাড় হয়েছে তা দিয়ে আগামী ৪ দিন চলবে।
+ There are no comments
Add yours