মহামারি করোনার বাস্তবতায় ক্লাস থেকে শুরু করে অফিস কার্যক্রম, সবই অনলাইনে চালু রেখেছে চট্টগ্রামের ইস্ট ডেলটা ইউনিভার্সিটি (ইডিইউ)। এর ধারাবাহিকতায় ফল ২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সব বিষয়ে সীমিতসংখ্যক আসনে আগামী ফল সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঘরে বসেই যাতে আগ্রহীরা ভর্তি হতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে।
বিবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হয়েছে।
এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ, এমএ ইন ইংলিশ, মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারবেন গ্র্যাজুয়েটরা।
ইডিইউর অফিশিয়াল ওয়েবসাইট (www.eastdelta.edu.bd) বা ফেসবুক পেজে দেওয়া লিংকে
+ There are no comments
Add yours