খবর ডেস্ক >>
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকার কর্ণফুলী নদী থেকে গাঙ্গেয় ডলফিনের ছোট একটি বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাচ্চাটির বয়স আনুমানিক এক বছর, দৈর্ঘ্য ৩ ফুট ৫ ইঞ্চি।
মৃত ডলফিনের বাচ্চাটি উদ্ধারের সময় চট্টগ্রাম বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জারর মো. ইসমাইল হোসেন ও বন বিভাগ কর্মী অজয় দেব উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ কেন্দ্রের সমন্ধয়ক মনজুরুল কিবরিয়া গণমাধ্যমকে জানান, ডলফিনের বাচ্চাটির দেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকে ডলফিনটি মারা গেছে।
ডলফিনটি সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ১৫ জুলাই বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী এলাকায় আর একটি পূর্ন বয়স্ক ডলফিনের মৃত দেহ মিলেছিল।যেটি আঘাত পেয়ে মারা গিয়েছিল বলে জানায় প্রানীবিদরা।
+ There are no comments
Add yours