
চাই স্বাধীনতা”
ইকরামুল হক ইলি
যতই তারে আদর করে
সােনার খাঁচায় রাখি ,
মুখ রুচিকর খাবার দিলাম
থাকতে চায় না পাখি ।
চুমু দিলাম , সােহাগ দিলাম
দিলাম স্নেহ মায়া ,
তবুও দেখি দিনে দিনে
যায় শুকিয়ে কায়া ।
শীতে দিলাম লেপের আদর
বাতাস গরম কালে ,
শ্যাম্পু গােসল করাই তারে
সকালে , বিকালে ।
তবুও দেখি খাঁচার পাখির
যায় না বুকের ব্যথা
পাখির মুখে শুনি কেবল
‘চাই স্বাধীনতা’
+ There are no comments
Add yours