কোভিড টিকা নিতে বোয়ালখালীতে উপচে পড়া ভিড়

Estimated read time 1 min read
Ad1

আজিজুল হক চৌধুরীঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় করোনার ভ্যাকসিন গ্রহণে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।

এতে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যাও বেড়েছে আগের চেয়ে বেশি হারে, ফলে হিমশিম খেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে।অনলাইনে নিবন্ধন করার পর টিকা কার্ড ও এসএমএস দেখিয়ে টিকা নিতে পারছে সবাই।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) রোদ-বৃষ্টির বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা গিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরুষ ও মহিলাকে আলাদা আলাদা বুথে সুষ্ঠভাবে টিকা প্রদান করা হচ্ছে।

বোয়ালখালীতে কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৩ শত ৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১হাজার ১ শত ৬৮ জনকে।

আর সিনোফার্মার ১৫ হাজার ৬ শত ৮০ ডোজ টিকার মধ্যে ১৫ হাজার ৮২ টি টিকা প্রদান করা হয়েছে।

বৈরী আবহাওয়া ও দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকা গ্রহণ করতে পেরে সন্তুষ্ট বলে জানান টিকা গ্রহীতারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান জানান, দিন দিন টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। টিকাকেন্দ্রে মানুষের ভিড় অনেক বেশি এবং চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।

গত কয়েক দিনের তুলনায় আজ হাসপাতালে মানুষের চাপ অনেক বেশি ছিল।এরপরও কাউকে ফেরত যেতে দেওয়া হচ্ছে না।দ্বিতীয় ডোজ টিকা যারা পাইনি আগামী সপ্তাহে তারা টিকা নিতে পারবে বলে জানান তিনি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours