মোঃ মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি::
নাইক্ষ্যংছড়িতে ১৫ আগষ্ট সহ ৩টি দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩ আগষ্ট) বেলা ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায়
সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা।
সভায় ৫ আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন ও ১৫ আগষ্ট শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মযার্দায় পালনের বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
শেষে দিবস সমূহ পালনের জন্যে পৃথক ৩টি উপ-কমিটি গঠন করা হয়। সভায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সরকারী কর্মকর্তা বা তাদের প্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ, অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যাগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মযার্দায় পালনের জন্যে আর আগামী ৫ আগষ্ট নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি’র আগমন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
দলীয় কার্যালয়ে বেলা সাড়ে ১২ টায় অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ।
সভা পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ইমরান মেম্বার। সভায় সংগঠন সমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours