খবর বাংলা ডেস্ক >>
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে বনানীর বাসা থেকে আটক করে র্যাব সদর দপ্তরে নেওয়া হচ্ছে। বুধবার (৪ আগস্ট) রাতে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে র্যাব সদস্যরা বনানীর বাসা থেকে পরীমনিকে নিয়ে র্যাব সদর দপ্তরের পথে রওনা হন। পরীমনির বাসা থেকে বিপুল পরিমান ওয়াইন, ভয়ঙ্কর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে র্যাবের একটি দল পরীমনির বাসায় অভিযান চালায়। এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে আসেন পরীমনি।
লাইভে পরীমনি অভিযোগ করে বলেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
+ There are no comments
Add yours