আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:::
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে (শনিবার) ৭ আগস্ট থেকে নলছিটি উপজেলার একমাত্র পৌরসভা সহ ১০টি ইউনিয়নে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার সকালে ভার্চুয়াল্লী টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বায়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
নলছিটি স্বাস্থ্য বিভাগ’র তথ্যমতে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এই করোনার টিকাদান কর্মসুচী শুরু হয়েছে।
পৌরভাসহ প্রতিটি ইউনিয়নে একটি সেন্টারে ৩টি বুথের মাধ্যমে রেজিস্ট্রেশন’র মাধ্যমে এই টিকা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা শিউলি পারভীন ও নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান জানান, সরকারের মহৎ উদ্যোগ টিকা প্রদান কার্যক্রমে স্থানিয় সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু’র নির্দেশনা মোতাবেক টিকা গ্রহনে উদ্ভুদ্ধ করণ সহ অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি।
টিকা দানের প্রথম দিনে নলছিটি পৌরসভায় ৭৫০ টি ও ১০ টি ইউনিয়নে ৬০০ করে মোট ৬ হাজার ৭৫০ ডোজ সিনে ফার্মার টিকা প্রেরণ করা হয়েছে।
+ There are no comments
Add yours