আমরা এখন সংকট মুক্তির স্বপ্ন দেখতে পারি- মেয়র রেজাউল

বক্তব্য রাখছেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী
Ad1

খবর বাংলা ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা সংক্রমণ ও আগ্রাসনে বৈশ্বিক পরিস্থিতি যখন টালমাটাল তখন সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও কর্মচ্যুত মানুষদের জীবনধারনে সকল সহযোগিতা ও প্রণোদনা দিয়ে যাচ্ছে।

 বর্তমানে করোনা সংক্রমণে উর্ধ্বগতি অতীতের রেকর্ড অতিক্রম করলেও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রতিষেধক টিকা প্রয়োগ নিশ্চিত করতে সব ধরণের প্রচেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যে গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় আমরা এখন অবশ্যই সংকট মুক্তির স্বপ্ন দেখতে পারি।

তিনি আজ চিটাগাং শপিং কমপ্লেক্স, টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সম্মুখে ও আন্দরকিল্লা পুরাতন নগর ভবন চত্বরে করোনাকালে কর্মচ্যুত শ্রমিক ও দোকান-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে পৃথক পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কর্মচারী ও শ্রমিক নেতা মঈনুল ইসলাম শামীম, মোরশেদ আহমদ চৌধুরী, মুজিব আনসারী, সাইফুদ্দিন আহমেদ তারেক, আফাজ উদ্দিন আবছার, মোস্তাক আহমেদ তারেক প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours