আজিজুল হক চৌধুরী >> বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে কোভিড-১৯ এর গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম কধুরখীল স্কুল মাঠে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম -৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান, থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলামসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোছলেম উদ্দিন বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ করোনার টিকা কর্মসূচি বাস্তবায়ন করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। যা আমাদের জন্য গৌরবের বিষয়।
উদ্বোধনের পর থেকে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকা নিতে দেখা গেছে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ উপজেলার ৭ টি ইউনিয়নে ২১ টি বুথে ৬০০ জন করে মোট ৪২০০ জনকে টিকা প্রদান করা হয়েছে। প্রতি ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের জনসাধারণ এ টিকা পেয়েছেন। অন্য ওয়ার্ডগুলো পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে টিকা পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
টিকা নেওয়ার পর নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি বলেন, টিকা নিতে পেরে আমি আনন্দিত। এত তাড়াতাড়ি টিকা পেয়ে খুশি আমরা। টিকা নেওয়ার পর আমার কোনও সমস্যা হয়নি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদের এত দ্রুত সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
টিকা নিতে আসা শরীফা খাতুন নামের এক মহিলা বলেন, টিকা নেওয়ার আগে একটি ভীতি কাজ করেছিল। কিন্তু টিকা নেওয়ার সময় তা একেবারেই টের পাইনি। কোন সমস্যাও হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মানুষ টিকা নিচ্ছে। আজকে সকাল থেকে আমাদের গণটিকাদান কার্যক্রম চলমান আছে। টিকা নেওয়ার ব্যাপারে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়েছে। পর্যায়ক্রমে সকল নাগরিককে টিকার আওতায় আসবে।
এছাড়াও যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকানায় নিবন্ধন করেছেন তাদের মোবাইলে মেসেজ দেখে প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত করোনা টিকা দেওয়া হবে।
+ There are no comments
Add yours