ফুলবাড়ী(কুড়িগ্রাম )প্রতিনিধি:
ভারতের ইটভাটায় কাজ শেষে বাড়ী ফেরার সময় নারী-শিশুসহ ৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ সদস্যরা।
শনিবার (৭ আগস্ট) বিকাল ৫ টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪২ এর সাব পিলার ৭ এসের পাশে এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যামে ধাপড়াহাট ১৯২ ব্যাটালিয়ন বিএসএফের ইন্সপেক্টর বিবেক মিলা ৫ বাংলাদেশিকে লালমনিরহাট ১৫ বিজিবি কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলীর কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশিরা হলেন, বিলুপ্ত ছিটমহল কামালপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম (২৫), তার স্ত্রী শাহনাজ বেগম (২২) ও তার ছেলে শাহজালাল (০৫) ,একই উপজেলার জকারহাট আমতলা গ্রামের ওমেদ আলীর স্ত্রী নুর জাহান বেগম (৩৫) তার ছেলে নুর ইসাম (০৭)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লীতে ইটভাটা কাজ করেন। দিল্লী থেকে বাড়ী আসার জন্য বেশ কয়েক দিন ধরে সীমান্তে অবস্থান করছে। সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারী থাকায় তারা কোন দালাল চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করতে পারেনি। তাই তারা বাধ্য হয়ে ৭ আগষ্ট সকালে ঐ ৫ বাংলাদেশি ভারতীয় ধাপড়াহাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের কাছে স্বেচ্ছায় ধরা দিলে বিএসএফ সদস্যরা বিজিবির নিকট হস্তান্তর করে।
লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রমজান আলী জানান, এক সংক্ষিপ্ত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা দিল্লীতে কাজ করা ৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে। আমরা রাতেই ৫ বাংলাদেশিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছি। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, পাঁচ বাংলাদেশিদের মধ্যে দুই শিশুকে প্রবেশন অফিসারের মাধ্যমে আইনগত ভাবে অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে। অপর তিন জনের বিরুদ্ধে বিজিবি মামলা দায়ের করেছে। আজ রবিবার তাদেরকে কারাগারে পাঠানো হবে।
+ There are no comments
Add yours