গণটিকা নিতে রাঙ্গুনিয়ায় সাধারণ মানুষের উপচে পড়া ভীড়

Estimated read time 0 min read
Ad1

মুজিবুল্লাহ আহাদ

সরকার দেওয়া টিকা সারাদেশে ন্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভায় গণটিকাদান শুরু হয় (৭ আগস্ট) থেকে কেন্দ্রে টিকা দেওয়া বুথে ছিল মানুষের ভিড় সামাজিক দুরত্বের ছিলনা কোথাও।

শনিবার (৭ আগস্ট) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয় টিকাদান।বৃষ্টিকে উপেক্ষা করে টিকা শুরুর আগে থেকে কেন্দ্রগুলোর সামনে টিকা প্রত্যাশীদের ছিল লম্বা লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় করেছেন ২৫ বছর ও তদূর্ধ্বরা।

অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশোর্ধ্ব বয়স্ক, নারী ও শারীরিক প্রতিবন্ধী ও প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীকে টিকা দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে একটি করে টিকাদান কেন্দ্র রয়েছে।

পারুয়া ইউনিয়ন পৌরসভা, লালানগর, হোছনাবাদ, মরিয়মনগর, স্বনির্ভর রাঙ্গুনিয়া, দক্ষিণ রাজানগর, পোমরা, চন্দ্রঘোনা ইউনিয়নে টিকাকেন্দ্রের সামনে সকাল থেকে মানুষের লম্বা লাইন দেখা গেছে

এছাড়া পৌরসভা এলাকার বসবাসরতরা পৌরসভা ভবনে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রতিটি কেন্দ্রে ৩টি করে টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। এবং প্রতিটি বুথে ২০০জন করে মোট ৬০০জনকে টিকা প্রদান করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব প্রসাদ ভট্টাচার্য্য গণমাধ্যম কে জানান, রাঙ্গুনিয়ার প্রতিটি ইউনিয়নে আমাদের একটি করে কেন্দ্র এবং প্রতিটি কেন্দ্রে ৩টি করে বুথ স্থাপন করা হয়েছে। একটি বুথে ২০০ করে মোট ৬০০ জনকে ইতিমধ্যে সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিতে পারেনি সামনে তারাও দিতে পারবেন

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours