আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি:::
ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল ২৪, দৈনিক যুগান্তর ও বাসস’র জেলা প্রতিনিধি মো. আক্কাস সিকদারের বিরুদ্ধে বরিশালে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাহী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত সভায় সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, গত ৫ আগস্ট ঝালকাঠি জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ফাতেমা শরীফ বরিশালের কোতয়ালী মডেল থানায় শ্লীলতাহানির অভিযোগে সাংবাদিক মো. আক্কাস সিকদারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। বিস্ময়ের ব্যাপার যে, মামলায় উল্লেখিত ঘটনার দিন মো. আক্কাস সিকদার ঢাকায় অবস্থান করছিলেন।
সুতরাং এতেই প্রতীয়মান হয় যে,উদ্দেশ্যমূলকভাবে আক্কাস সিকদারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তাঁর মান সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
এর প্রেক্ষিতে ঝালকাঠি প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অনতিবিলম্বে বানোয়াট এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় পরবর্তীতে প্রেসক্লাব কঠোর কর্মসূচি নিবে।
+ There are no comments
Add yours