
সুমন পল্লব | হাটহাজারী:
চট্টগ্রামে হাটহাজারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট উদ্ধোধন করা হয়।
সোমবার (১০আগস্ট) সকালে প্রধান অতিথি থেকে অক্সিজেন সরবরাহ প্লানের উদ্ধোধন করেন সাবেক মন্ত্রী ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার অধ্যাপক কামরুল হুদা , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা মোঃ ইমতিয়াজ হোসাইন ,এমপির একান্ত সহকারী উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম চৌধুরী, মেখল আইসোলেশন সেন্টারের উদ্যেক্তা ও কাশেম গ্রুপের ব্যবস্থাপক পরিচালক মো:জাহাঙ্গীর আলম,বিশিস্ট সমাজ সেবক ওসমান কবির রাসেলসহ উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
এই সময় অক্সিজেন সরবরাহ প্লানের আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে সম্মাননা স্মারক স্বারক প্রদান করা হয়।
এছাড়াও একেই দিনে জাগৃতি ব্যবস্থাপনায় ৩৫শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালে (প্রাইমারী রেফারেন্স এন্ড আইসোলেশন সেন্টার)এর উদ্ধোধন করেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)।
+ There are no comments
Add yours