নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ ফুট লম্বা অজগর বনে অবমুক্ত করল বিজিবি

Estimated read time 1 min read
Ad1

মোঃ মুবিনুল হক মুবিন , নাইক্ষ্যংছড়ি >>

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অজগর সাপ খেয়ে ফেললো ৬টি মুরগ ও মুরগী।

মঙ্গলবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৩ টায় উপজেলার অতি দূর্গম সীমান্ত ঘেষা ফুলতলী গ্রামের মোহাম্মদ হাশেমের ছেলে আবদুল আজমের বাড়িতেঘটনাটি ঘটেছে।

পরে সাপটি ১১ বিজিবির সহায়তায় জব্দ করে সীমান্ত এলাকা থেকে সীমান্তের ৪ কিলোমিটার দেশের অভ্যন্তরে তুলাতলী এলাকায় অবমুক্ত করা হয়েছে।

মো. আজম জানান, তারা প্রতিদিনকার ন্যায় বাড়িতে ঘুমিয়ে পড়ে রাত ১০ টায়।রাত আড়াইটায় মুরগির ঘরে আওয়াজ শুনে গিয়ে দেখে বিশালাকার অজগর সাপ।

লম্বা ১২ ফুট সাপটি একেক করে ৬টি মুরগি গিলে খেয়ে ফেলে। যদিও পরে সবমুরগিই পেট থেকে বের করে দেয় ঘন্টা ২/১ পর।

ঘটনার কথা স্বীকার করে বন বিভাগের একটি সূত্র জানান,, এতো দীর্ঘ সাপ এই প্রথম তিনি দেখেছেন।তিনি আরো বলেন, রশিদ আহমদ নামের এক স্থানীয় সাপুড়েকে দিয়ে সাপটি ধরে তুলাতলী বনবিটে অবমুক্ত করেছেন তারা।এ সময় উপস্থিত ছিলেন, গ্রামের সমাজ সেবক মো:হোসেন লালু, জাকের হোসেন ও বদি আলম বদু।

নাইক্ষ্যংছড়ির রেঞ্জ কর্মকর্তা মো: হাফিজুর রহমান বলেন, মূলত বন্যপ্রাণীর খাদ্য প্রকট।আবাসস্থলেরও একই অবস্থ। তাই গ্রামে হানা দিয়েছে এ অজগর সাপটি।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours