থানচি (বান্দরবান) প্রতিনিধি >>
বান্দরবানে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ বছরে উপরে সকল শিক্ষার্থীরা প্রথম ডোজ করোনা টিকা গ্রহন করেছেন।
তারা দেশের বিভিন্ন জাতীয় ও বিশ্বাবিদ্যালয় এবং কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা টিকা নিতে পেরে প্রধানমন্ত্রীর জন্যে দীর্ঘায়ু কামনা ও মহান সৃস্টিকর্তা নিকট প্রার্থনা করেন।
শনিবার (২১ আগস্ট) সকাল থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও করোনার টিকা প্রথম ডোজ দিতে শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শিক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি এসে টিকা গ্রহন করেছে।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সুরক্ষা অ্যাপে দেখা যাচ্ছে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য টিকা নিবন্ধনের অপশন চালু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের করোনা টিকা নিতে সকল প্রস্ততি গতকাল শুক্রবার থেকে সম্পন্ন রাখা আছে।
স্বাস্থ্য বিভাগে আরো জানা যায়, আজ শনিবার থেকে ১৮ বছরে তদুর্ধ্ব শিক্ষার্থী সকাল ১০ থেকে ১১ টার মধ্যে ১৫ জন শিক্ষার্থীর টিকা নিয়েছিল। সব মিলে দেড় শতাধিক লোকের টিকা দিয়েছি, এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ সাংবাদিকদের বলেন, সরকারের ঘোষিত ১৮ বছরে উপরে সকল শিক্ষার্থীদের টিকা দিতে শুরু করছি তা অব্যাহত থাকবে।
তবে করোনা টিকা নেয়ার সংখ্যা বেশী হলে পরিস্থিতির দেখে করোনা টিকা বুথ বাড়ানো হবে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমানে করোনা টিকা মজুদ রয়েছে।
+ There are no comments
Add yours