
ইউনুস আলী | কুড়িগ্রাম:
কুড়িগ্রামের চিলমারীতে দৈনিক ঢাকা টাইমস্ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম বাবু তথ্য চেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করলেও তথ্য দেয়নি সমাজসেবা কর্মকর্তা। তথ্য না দেওয়ায় দেখা দিয়েছে সাংবাকিদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া।
জানা গেছে, গত ১৭/০৫/২০২০ইং তারিখে চিলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে “নিবন্ধিত এনজিও/ক্লাব সমূহের তালিকা হালনাগাদ কমিটি বা সর্বশেষ অনুমোদিত কমিটির তালিকা এবং সরকারি অনুদান প্রাপ্ত এনজিও,সংস্থা বা ক্লাবের তালিকা বিগত ৫ বছরের” এসব তথ্য চেয়ে আবেদন করেন সাংবাদিক মমিনুল ইসলাম ।
কিন্তু ৩০(ত্রিশ) কার্য দিবস পেরিয়ে গেলেও তথ্য দেয়নি সমাজসেবা কর্মকর্তা। পরে গত ৪আগষ্ট জেলা সমাজসেবা কর্মকর্তার কাছে আপীল আবেদন করেন ওই সাংবাদিক।
ঢাকা টাইমস্ পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম বাবু বলেন, একাধিকবার তথ্য চাইলেও তথ্য দেয়নি।তাই তথ্য অধিকার আইনে আবেদন করি,কিন্তু ৩০কার্যদিবস পেরিয়ে গেলেও তথ্য দেয়নি সমাজসেবা কর্মকর্তা কারণ চিলমারীতে ওই কর্মকর্তা আসার পর থেকে অনিয়ম ও দূর্নীতি করছেন এই জন্য তিনি কোন তথ্য দিতে চাননা । তাই জেলা সমাজসেবা কর্মকর্তার কাছে আপীল আবেদন করেছি।
এব্যাপারে সোমবার(১০ আগষ্ট) দুপুরে চিলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিজি(জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক) স্যারের অনুমতি ছাড়া তথ্য দিতে পারবো না। ওই সাংবাদিকে ডিজি স্যারের কাছে অনুমতি নিতে বলা হয়েছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা সমাজসেবা উপ-পরিচালক(ডিজি) মো: রোকোনুল ইসলাম জানান, আপীল আবেদনটি পেয়েছি কিন্তু উপজেলা সমাজসেবা কর্মকর্তাই তথ্য দিতে তিনিই পারেন কেন যে দেন বুঝি না। চিলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তথ্য দিতে নির্দেশনা দেওয়া হবে।
+ There are no comments
Add yours