নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ বছরে উপরে সকল শিক্ষার্থীরা প্রথম ডোজ করোনা টিকা গ্রহন করেছেন।তরুনদের মাঝে ধীরে ধীরে আগ্রহ বেড়েছে। তারা জানিয়েছে, সরকার করোনার টিকা পেতে নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনায় টিকার রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণে ব্যাপক আগ্রহ প্রকাশ পেয়েছে তাদের মধ্যে। তারা দেশের বিভিন্ন জাতীয় ও বিশ্বাবিদ্যালয় এবং কলেজের পড়ুয়া শিক্ষার্থীরা টিকা নিতে পেরে প্রধানমন্ত্রীর জন্যে দীর্ঘায়ু কামনা ও মহান সৃস্টিকর্তা নিকট প্রার্থনা করেন।
সোমবার (২৩ আগস্ট) সকাল থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও করোনার টিকা প্রথম ডোজ দিতে শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। শিক্ষার্থীরা অনলাইনে রেজিষ্ট্রেশন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরাসরি এসে টিকা গ্রহন করেছে।
স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, করোনার টিকা নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপেও পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সুরক্ষা অ্যাপে দেখা যাচ্ছে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের জন্য টিকা নিবন্ধনের অপশন চালু করা হয়েছে। সকল শিক্ষার্থীদের করোনা টিকা নিতে সকল প্রস্ততি গত শুক্রবার থেকে সম্পন্ন রাখা আছে।
রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্র জানা যায়, আজ সোমবার থেকে ১৮ বছরে তদুর্ধ্ব শিক্ষার্থী সকাল ৯ থেকে ৩ টার মধ্যে ৬শত শিক্ষার্থীর টিকা নিয়েছিল।এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ডুলাহাজারা ডিগ্রি কলেজে শিক্ষার্থী
ইসমাইলুল করিম জানান, “আমার পরিবারের সকলে করোনা ভ্যাকসিন গ্রহন করেছে। আমার বয়স ২৫ বছর পূর্ন না হওয়ায় এতদিন টিকা দিতে পারিনি। সরকার টিকায় বয়সসীমা ১৮ বছর করায় রেজিস্ট্রেশন করে টিকা নিয়েছি”। কোনো অস্বস্তি কিংবা শারিরিক অসুস্থতা অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সহ আমার ৪ জন বন্ধু একই সময়ে টিকা নিলাম কিন্তু কারও কোনো অসুস্থতা বোধ হয়নি”।
লামা বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটি উপদেষ্টা, মোহাম্মদ শাহীন সাংবাদিকদের বলেন, সরকারের ঘোষিত ১৮ বছরে উপরে সকল শিক্ষার্থীদের টিকা দিতে শুরু করছে তা অব্যাহত থাকবে। তবে করোনা টিকা নেয়ার সংখ্যা বেশী হলে পরিস্থিতির দেখে করোনা টিকা বুথ বাড়ানো হবে, তবে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমানে করোনা টিকা মজুদ রয়েছে।
এর মধ্যে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেওয়া আশা শিক্ষার্থীদের পাশে থেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, লামা রেড ক্রিসেন্ট সোসাইটি মোঃ শামিম উসমান, দলনেতা যুব রেড ক্রিসেন্ট লামা বান্দরবান,সালাউদ্দীন সোহেল উপদলনেতা,ও
মোঃ সুমন, মোঃ মাসুম, আরমিন ইসমাত মনি, তারেক আজিজ, মোঃ শরিফ, কামরুল, নয়ন ত্রিপুরা, মোঃ মফিজ শামিম, মারজানা,জয়া,তারিন, সহ সেচ্ছাসেবক বৃন্দ প্রমূখ উপস্থিত ।
+ There are no comments
Add yours