
খবর ডেস্ক: দেশে রোগীর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে যাওয়া এবং প্রায় প্রতিদিনই ৩০ এর বেশি মৃত্যুর মধ্যেও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিন বন্ধ করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
খুব শীঘ্রই তা বন্ধ করা হচ্ছে বলে সোমবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে পরিস্থিতির ‘উন্নতি’ ঘটায় এখন আর এমন বুলেটিন প্রচার করার প্রয়োজন দেখছেন না তারা।
স্বাস্হ্য মন্ত্রী বলেন “চার-পাঁচ মাস ধরে তো বুলেটিন হলই। এখন তো আল্লাহর রহমতে পরিস্থিতি অনেকটাই ভালো। আমরা মনে করি এখন সংক্রমণ কমে আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। এ কারণে আমাদের সিদ্ধান্ত নিয়মিত একজন ব্যক্তি দিয়ে বুলেটিন না করে প্রেস রিলিজ দেওয়া।
এদিকে কবে নাগাদ বুলেটিন বন্ধ হবে তার নির্দিষ্ট তারিখ নিশ্চিত জানা না গেলেও সূত্র বলছে আগামীকাল মঙ্গলবারই প্রচার হবে শেষ অনলাইন ব্রিফিং এরপর থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে।
+ There are no comments
Add yours