আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে আটক করা হয়েছে ৭৪ জন রোহিঙ্গাকে। তারা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে আসে, থানা পুলিশের বিশেষ অভিযানে এস রোহিঙ্গাদের আটক করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ১০নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের বু-আলী কালন্দর শাহ মাজার গেইট এলাকার বেশ কয়েকটি ভাড়াঘর থেকে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।
গত ২ মাস আগেও ২৬ জুন দিবাগত রাতে কড়লডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিলো বোয়ালখালী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ে লেবু বাগানের মালিকরা স্বল্প মজুরিতে এ রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করিয়ে আসছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, এসব রোহিঙ্গারা সবাই মিয়ানমারের নাগরিক, কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে চলে আসে। তারা লেবু বাগানসহ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।
+ There are no comments
Add yours