আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার চারটি উপজেলায় মৎস্য সম্পদ উন্নয়নে গৌরবময় ভূমিকার জন্য ৮জন খামারী, খাদ্য ও ফুড মিলসকে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়েছে। ঝালকাঠিতে মৎস সপ্তাহ উপলক্ষ্যে রবিবার (২৯আগষ্ট’২১) উদ্বোধনী অনুষ্ঠানে এদেরকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
ক্রেস্ট প্রাপ্তরা হচ্ছেন কাব জাতীয় পাবদা মাছ চাষের জন্য ঝালকাঠি সদর উপজেলার মোঃ শহিদুল ইসলাম ও কার্ব জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য মোঃ ইউনুস আলী হাওলাদার ও মালুদাস।
গুণগত মানসম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদনের ঝালকাঠি নলছিটি সুগন্ধা ফিড মিলস এর প্রোপ্রাইটর জিল্লুর রহমান খান, গুণগত মানসম্পন্ন মাছের রেনুপোনা উৎপাদনে মোঃ বশিরুজ্জামান কাব জাতীয় মাছ চাষের জন্য নলছিটি মোঃ নুরু হাওলদার, কাঠালিয়া উপজেলার মোঃ মানিক মোল্লা ও রাজাপুর উপজেলার মোঃ ইলিয়াস উদ্দিন।
+ There are no comments
Add yours