রং নষ্ট, রূপ নষ্ট, মানবতা নষ্ট
নষ্টে নষ্টে ভরপুরে কষ্ট।
নষ্টই নিত্য স্পষ্ট, অনুনয় -বিনয়
নষ্টে সর্বজন করে অভিনয়।
মুখোশধারী, ভণ্ডের কদরে নষ্ট
আজকের মনগড়া সমাজ,
নির্বোধ অনুবর্তিতার পাদচারণ সদা
ব্যস্ত থাকে বিবর্ণ কাজ।
স্পষ্টভাষী সাদা মানুষের এষণায়
জগৎ ক্লান্ত আজি,
বাহিরে ঠিকঠাক ভিতরে শর্বর
অন্যায় সমরে বাজি।
প্রকৃতি শ্বাশত সৌন্দর্যে ভরপুর
নেই কোনো সমাপন,
বিশুদ্ধ নির্ভেজাল সব স্পৃহা
জাতির মাৎসর্যে আলাপন।
মানুষের বহু রং, দেহ,আত্মা বাহ্যিকতায়
দৃশ্যমান তবুও অস্পষ্ট,
জনসম্মুখে চমকপ্রদ দৃশ্যে আজ
জনমনে হাজারো কষ্ট।
জমিদার, মজুদদার, দখলদারত্বের উৎপাতে
দেশ আজ থরথরে কাঁপে,
নব অবতারণায় এক উজ্জ্বল প্রভায়
ভালবাসার সমস্ত রং মাপে।
+ There are no comments
Add yours