নিজস্ব প্রতিবেদকঃ
“ডিজিটাল ব্যাংকিংয়ের যুগে সাইবার অপরাধ বাড়ছে। তাই ঝুঁকি মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত থাকতে হবে।
আমরা আশা করি, এই দুই দিনের সামিটের পর অংশগ্রহণকারীরা সাইবার নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করবেন।”
‘বিল্ডিং সাইবার রেজিলিয়েন্স ফর ব্যাংকস’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে এ কথা বলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন।
রোববার (১২ জুন) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সামিটের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
দুই দিনব্যাপী (১২ ও ১৩ জুন) এই সামিট চলবে। বাংলাদেশে ব্যাংকিং খাতের প্রথম সাইবার সিকিউরিটি সামিট এটি।
দেশের ৫০টিরও বেশি ব্যাংকের কর্মকর্তারা এ সামিটে অংশগ্রহণ করছেন বলে নিশ্চিত করেছে এবিবি।
+ There are no comments
Add yours