চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। বুধবার (২০ জুলাই) রাত ৮টার দিকে হাটহাজারী থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী অজ্ঞাত কয়েকজনের নামে এই মামলা করেছেন।
আরও পড়ুন>> চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের পর ভিডিও ধারণের অভিযোগ
এই ঘটনায় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম, শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. লায়লা খালেদা ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়াকে সদস্য ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
+ There are no comments
Add yours