চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তায় জড়িত বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া খবর বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
ছাত্রী হেনস্তার ঘটনায় র্যাব চারজনকে গ্রেপ্তার করেছে আজ। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী রয়েছেন। এছাড়াও অন্য কলেজের যারা জড়িত তাদের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-
- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩)
- নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২)
এদিকে ছাত্রী হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মো. আজিমসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তবে ঘটনায় ছয়জন সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তাকৃতরা হলেন-
- বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩)
- নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু (২২)
- হাটহাজারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুর হোসেন শাওন (২২)
- দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা মাসুদ (২২)
- সাইফুল ইসলাম (২৩)
আর পলাতক রয়েছেন একজন। তাকে গ্রেপ্তারে র্যাব অভিযান চালাচ্ছে। গ্রেপ্তাকৃতরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
আরও পড়ুন>>> চবিতে ছাত্রীকে যৌন নিপীড়নের পর ভিডিও ধারণের অভিযোগ
+ There are no comments
Add yours