পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ উপনির্বাচন নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার কারণে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেলকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত এ শোকজ করে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
আরও পড়ুন>>>আ.লীগ নেতার বক্তব্যে ইউপি নির্বাচন স্থগিত করল ইসি
এই নোটিশের অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক (বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় একটি উঠান বৈঠকে জোবায়দুল হক রাসেল তার বক্তেব্যে বলেন, ভোট হবে ইভিএমে। কে কোথায় ভোট দেবে, তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই।
এদিকে সোমবার (২৫ জুলাই) জোবায়দুল হক রাসেলের বিতর্কিত বক্তব্য দেওয়ায় নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি জোবায়েদুল হক রাসেলের এমন বক্তব্যের তদন্ত করছে ইসি।
+ There are no comments
Add yours