রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে আটক তিন শিক্ষার্থীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আরও পড়ূন>>> ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ২ শিক্ষার্থী আটক
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করলে তাদের এ দণ্ড দেওয়া হয়। এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনটি ভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে ভর্তি পরীক্ষার দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত প্রক্সি শিক্ষার্থীরা হলেনঃ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. এখলাসুর রহমান।
- দণ্ডপ্রাপ্ত দ্বিতীয় জন সজীব আহমেদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
- তৃতীয় জন জান্নাতুল মেহজাবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে নিয়মবহির্ভূতভাবে বদলি পরীক্ষা দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
+ There are no comments
Add yours