ফটিকছড়ি উপজেলায় বাল্যবিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাব্বির রাহমান সানি।
গতকাল (৭ জানুয়ারী) বিকাল ২টা ৩০মিনিটরে সময় আজাদী বাজারস্থ স্কয়ার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, ১৭ বছর বয়সী এক নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা লংঘন করার অপরাধে কনের বাবা মোহাম্মদ আজিম উদ্দিন চৌধুরী, পিতা- মৃত আফজাল আহাম্মদ চৌধুরী, সাং- তেলপারই, ফতেপুর, ১৭নং জাফতনগর ইউনিয়ন, ফটিকছড়ি।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমান প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে খবর বাংলাকে জানান।
+ There are no comments
Add yours