সাতক্ষীরায় ৬৮ লাখ টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে চোরকারবারীর কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১৮ মে) দুপুরের দিকে সদর উপজেলার গাজীপুর সীমান্তের বাকাল চেকপোস্ট থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, স্বর্ণেরর বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদরের আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি।
সেখানে মোটরসাইকেল তল্লাশি করে ৭টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। তাছাড়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
+ There are no comments
Add yours