নৌকা নিয়ে লড়বেন ২৪ নারী

Estimated read time 1 min read
Ad1

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় মনোনয়ন পেয়েছেন ২৯৮ জন। তাদের মধ্যে ২৪ জন নারী। আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ সভাপতিসহ এ ২৪ নারীকে দেখা যাবে ভোটের মাঠে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ প্রার্থীদের মধ্যে রয়েছেন ২৪ জন নারী প্রার্থী। প্রার্থী তালিকায় উঠে আসা নেত্রীদের মধ্যে প্রবীণ নেত্রীরা যেমন আছেন, একইসঙ্গে প্রথমবার কোনো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন এমন নেত্রীও রয়েছেন।

রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-১ আফরোজা বারী, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ হাবিবুন্নাহার, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-৪ ড. শাম্মী আহমেদ, শেরপুর-২ মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-৩ নিলুফার আঞ্জুম, কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৪ সানজিদা খানম, গাজীপুর-৩ রোমানা আলী, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, কুমিল্লা-২ সেলিমা আহমাদ, চাঁদপুর-৩ ড. দীপু মনি, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, কক্সবাজার-৪ শাহিন আক্তার।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours