স্টাফ রিপোর্টার,কক্সবাজার; পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিঁয়াখালী ইউনিয়নের হায়দারনাসি শ্রী শ্রী রক্ষা কালি সেবা মন্দিরে একঝাঁক কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিয়ে শুভ উদ্বোধন হল আদিশক্তি অমৃতময় গীতা বিদ্যাপীঠ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৭ টায় বিশ্বকল্যানে সমবেত উপাসনা,শ্রী মদ্ভগবদ গীতাপাঠ,সকাল ১১ টায় ধর্মীয় আলোচনা সভা,শ্রী গীতা,রিয়েল,উপাসনা, শিক্ষার্থীর আইডি কার্ড বিতরন ও দুপুর ১ টায় মহাপ্রসাদ বিতরন অনুষ্টিত হয়।
সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের প্রতিষ্টাতা মনরঞ্জন দে গণেশ,প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সদস্য ও কক্সবাজার জেলা সাধারন সম্পাদক,বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক সুধীর চন্দ্র দাশ,প্রধান বক্তার বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সাধারন সম্পাদক বিশ্বজিৎ বৈঞ্চব,ডুলাহাজারা ইউনিয়নের সাবেক সভাপতি মানিক দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কমিটির সদস্য রঘুনাথ কর,শিপন কর, বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব কাতার প্রবাসী তপন শর্মা,৩নং ফাঁসিয়াখালি সভাপতি বিশিষ্ট রনজিত কৃষ্ণ দাশ (রঞ্জু),গীতাস্কুল পরিচালনা কমিটি প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী হৃদয় নাথ, সমাজিক ব্যাক্তিত্ব সুভাস দে, গীতাস্কুল পরিচালনার কমিটিসভাপতি শয়ন নাথ, সাধারণ সম্পাদক সজল দে,কোষাধ্যক্ষ সুমন দে,সিনিয়র সদস্য, হারাধন নাথ,পলাশ দে সহ উপস্থিত ছিলেন,সকল অভিভাবক ও শিক্ষার্থী বৃন্দ।
+ There are no comments
Add yours