পাঁচ রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার সুপারিশ ইউপি সদস্যের!

Estimated read time 1 min read
Ad1

ফরিদপুরের সালথায় পাঁচ রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনে শনাক্তকারী হয়ে সিল ও স্বাক্ষর করে সুপারিশ করায় এক ইউপি সদস্যকে অপসারণ করা হয়েছে। ওই ইউপি সদস্যের নাম তাপস কুমার হোড় (৪৯)। তিনি সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

গত সোমবার (২২ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগের ইউপি-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইউপি সদস্য তাপস কুমার হোড়ের বিরুদ্ধে অবৈধভাবে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্রের আবেদনে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর ও সিল প্রদান করার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক ফরিদপুরের প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগের গত ২৫ নভেম্বর প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক ফরিদপুরের মাধ্যমে এ বিভাগকে জানাতে বলা হয়।

ওই সদস্যের দেওয়া কারণ দর্শানো নোটিশ সন্তোষজনক না হওয়ায় জেলা প্রশাসক ওই সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারার অপরাধ করায় তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন। ইউপি সদস্য তাপস কুমার হোড় ইউনিয়ন পরিষদের উল্লিখিত ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪(৫) ধারা মোতাবেক তাকে স্বীয় পদ থেকে অপসারণ করা হলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিচুর রহমান বলেন, তদন্তে এ জালিয়াতির ঘটনায় ইউপি সদস্য তাপস কুমার হোড়ের সংশ্লিষ্টতার বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, তবে এ ঘটনায় অন্য কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এ সংক্রান্ত প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours